বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটি টাঙ্গাইল জেলার, সখিপুর উপজেলার কালিয়া ইউনিয়ন্থ বানিয়ারছিট গ্রামে অবস্থিত। এতে রয়েছে (ক) আধা পাকা গৃহ ০১টি, আয়তন-৮৬৪ বর্গফুট, কক্ষ সংখ্যা-০২টি। (খ) চৌচালা টিনের গৃহ ০২টি, আয়তন ৪৭৭০ বর্গফুট, কক্ষ সংখ্যা-১৩টি ও (গ) ছাত্রাবাস-১টি, আয়তন-১২৬০ বর্গফুট।
বিদ্যালয়টি ১৯৯৪ ইং সনে প্রতিষ্ঠিত হয়ে ০১-০১-৯৬ ইং সনে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে। ০১-০১-১৯৯৭ সনে বিদ্যালয়টি ৯ম শ্রেণী খোলার অনুমতির মাধ্যমে S.S.C পরীক্ষায় অংশ গ্রহণের যোগ্যতা অর্জন করে। বিদ্যায়টি নিম্ন মাধ্যমিক হিসাবে ০১-০৩-১৯৯৮ সনে এমপিও ভূক্ত হয়। ১৯৯৯ সনের প্রথম S.S.C পরীক্ষায় অংশ গ্রহণ করে ৯০% ফলাফল অর্জন করে। ০১-০১-২০০০ সনে বিদ্যালয়টি মাধ্যমিক হিসাবে স্বীকৃতি লাভ করে। ০১-০৫-২০০৪ সন হতে বিদ্যালয়টি মাধ্যমিক স্তরে এমপিও ভূক্ত হয়
০১। জনাব ফজলুল কাদের-সভাপতি
০২। আলহাজ আবুল হাছেন-প্রতিষ্ঠাতা সদস্য
০৩। জনাব মোঃ তায়েজ উদ্দিন-দাতা সদস্য
০৪। জনাব মোঃ জাবেদ আলী-কুঅপ্ট সদস্য
০৫। আলহাজ হায়দার আলী-অভিভাবক সদস্য
০৬। জনাব মুন্নাফ মিয়া-অভিভাবক সদস্য
০৭। জনাব মোঃ হারুন-অর-রশিদ-অভিভাবক সদস্য
০৮। জনাব মোঃ শামছুল আলম- অভিভাবক সদস্য
০৯। জনাব মোসাঃ ফিরোজা বেগম-মহিলা অভিভাবক সদস্য
১০। জনাব মোঃ আব্দুল রশিদ মিয়া-শিক্ষক প্রতিনিধি
১১। জনাব মোঃ গোলাম কবীর-শিক্ষক প্রতিনিধি
১২। জনাব আবুল কাশেম ফজলুল হক-সদস্য সচিব
২০১১ সালঃ
জে.এস.সি পরীক্ষার্থী-৪৩ জন, পাশ-৪১ জন। পাশের হারঃ ৯৫.৩৫%
এস.এস.সি পরীক্ষীর্থী-২৯ জন, পাশ-২০ জন। পাশের হারঃ ৬৮.৯৬%
বিদ্যালয়টিতে ১৬জন ছাত্র ও একজন ৪১জন ছাত্রী উপবৃত্তির অন্তর্ভূক্ত রহিয়াছে।
২০১১ সনে এস.এস.সি পরীক্ষায় A+ ১ জন।
উত্তরোত্তর সাফল্য অর্জনের জন্য পরিকল্পিত পাঠদান ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রয়াস গ্রহণ অগ্রাধিকার ভিত্তিতে পরিকল্পনায় রহিয়াছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস