Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কালিয়া পাড়া ডাকাতিয়া মাজেদা মজিদ উচ্চ বিদ্যালয়

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

১৯৮৩ সালে বিদ্যালয়টি স্থাপিত হলেও মূলতঃ এর কার্যক্রম পুরোপুরিভাবে শুরু হয় ১৯৮৬ সাল থেকে। বিদ্যালয়ের দাতা মরহুম আঃ মজিদ সরকার সাহেব এবং প্রতিষ্ঠাতা মোঃ ইয়াকুব আলী সাহেব এর ঐকান্তিক চেষ্ঠায় সরকারী অনুদান প্রাপ্তির পূর্বে নির্মিত বাঁস কাঠের ঘরগুলো তাড়াতাড়ি পাকা খুটি ও টিনের ঘরে পরিনত হয়। একজন দক্ষ প্রধান শিক্ষক নিয়োগ করা হয়। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব আশরাফ উদ্দিন আহমেদ সকলকে নিয়ে সুষ্ঠভাবে বিদ্যালয় পরিচালনা করেন। ১৯৮৮ সালে এস.এস.সি পরীক্ষায় ৯৫% ছাত্র-ছাত্রী পাশ করে। নতুন এই বিদ্যালয়ের প্রথম ফলাফলেই সকলের নজর কারে এই প্রতিষ্ঠানটি। ধীরে ধীরে এর কার্যক্রম তরান্বিত হতে থাকে। ঘর দরজার উন্নয়নসহ এস.এস.সির ফলাফল এবং জুনিয়ার স্কলারশিপ পরীক্ষায় বৃত্তি প্রাপ্তিতে উপজেলার মধ্যে এই বিদ্যালয়টি একটি ভালো প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করে। এর পর থেকে আর পিছনে তাকাতে হয়নি। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব আশরাফ উদ্দিন আহমেদ ২০০৪ সালে অবসর গ্রহণ করায় সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ ইয়াছিন আলী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে জনাব মোঃ ইয়াছিন আলী সকল শিক্ষক, শিক্ষিকা, ম্যানেজিং কমিটি এবং এলাকার জগনগণের সহযোগিতা নিয়ে অত্যন্ত দক্ষতার সহিত বিদ্যালয় পরিচালনা করে আসিতেছেন। বিগত ২০১১ থেকে ২০১৪ সালের এস.এস.সি পরীক্ষায় A+সহ শতভাগ পাশের কৃতিত্বসহ অবকাঠামগত উন্নয়ন সাধিত হয়েছে। ২০১৫ সালে এস.এস.সি. পরীক্ষায় গোল্ডেন A+সহ ৫জন A+পেয়েছে। বিদ্যালয়ের শুরু থেকেই ইয়াকুব ছাত্রাবাস নামে একটি আবাসিক হোস্টেল হয়েছে। যেখানে দূরবর্তী ছাত্ররা আবাসিকে অবস্থান করে একজন হোস্টেল সোপারের তত্বাবাধনে লেখাপড়া করে আসছে। সুবিশাল খেলার মাঠের উত্তর পাশে পাকা স্থায়ি একটি শহীদ মিনার আছে। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ৫ শতাদিক শিক্ষার্থী রয়েছে। মোঃ ইয়াছিন আলী ২০১৫ সালে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। নিম্নে প্রতিষ্ঠানটির অবকাঠামোসহ অন্যান্য দিক বর্ণনা করা হলো।

পাকাভবন:

(ক) ২২৫০ বর্গফুট কক্ষ ৩টি (ঝুকিপূর্ণ)। (খ) ১১৫২ বর্গফুট কক্ষ ২টি। (গ) ২৯৭০ বর্গফুট কক্ষ ৩টি।

আধাপাকা ভবন:

(ক) ৩১২০ বর্গফুট কক্ষ ৬টি। (খ) ১৯২০ বর্গফুট কক্ষ ৪টি।

টিনের ঘর:

(ক) ২১৬০ বর্গফুট কক্ষ ৫টি। (খ) প্রস্রাবখানা ৩টি। (গ) টিউবওয়েল ৩টি। (ঘ) শৌচাগার ৪টি। (ঙ) পানির মটার ১টি।

মোট জমির পরিমানঃ ১৭৮.৫০ শতাংশ